বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

28 October, 2016

খোকনের মৃত্যুতে আমরা শোকাহত ।

তরুন অনলাইন একটিভিষ্ট ও ফেসবুক তারকা আশরাফুল কাইয়্যুম খোকন গত বুধবার, ২৬ অক্টোবর ২০১৬, ১১ কার্তিক ১৪২৩, ২৪ মহররম ১৪৩৮ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করে এবং তাঁকে লালমনিরহাট জেলার নওদাবাস শালবনের নিকটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । 

আমরা শোকাহত ।


তাঁর রেখে যাওয়া ফেসবুক লিঙ্কঃআশরাফুল কাইয়্যুম খোকন

5 comments:

  1. খোকন ভাইকে ভুলবো না কোনদিন।
    স্যার, খোকন ভাইয়ের সৃতি ধরে রাখতে কোন পদক্ষেপ নেওয়া হলে আমাকে জানাবেন দয়া করে।

    ReplyDelete
  2. সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে খোকনের নামে একটা স্মৃতি সংসদ গঠন করার জন্যে খোকনের স্থানীয় বন্ধুদেরকে পরামর্শ দিয়েছি। এ ব্যাপারে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দানের জন্যে
    আশ্বাসও দিয়েছি ।

    ReplyDelete
  3. আমরা সকলে মিলে অতি দ্রুত একটি স্মৃতি স্তম্ভ স্থাপন করতে চাই, এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা স্থানীয় বন্ধুমহল ও ছোট-বড় ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো স্যার।

    ReplyDelete
  4. স্থানীয় ভাবে ' আশরাফুল কাইয়্যুম খোকন স্মৃতি সংসদ' নামে একটি সংগঠন তৈরী করা যেতে পারে এবং উক্ত নামে ফেসবুকেও একটি পেজ খোলার জন্যে ব্যবস্থা নিলে ভালো হবে। ধন্যবাদ Shamim.

    ReplyDelete
  5. ধন্যবাদ স্যার

    ReplyDelete