বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

19 December, 2019

সীমান্তের জিরো পয়েন্টে অবস্থিত এই মসজিদটি অতীত ঐতিহ্যেরই ধারক ।

১৯৪৭ সালের দেশ বিভাগের সময়ে এই মসজিদটি নো-ম্যান্‌স ল্যান্ডে পড়ে। বর্তমানে মসজিদটির সম্মুখ অংশটিই হলো ভারত। একেবারে সীমান্ত সংলগ্ন হওয়ায় মসজিদটির তেমন অবকাঠামোগত উন্নয়ন হয় নি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন দোলাপাড়া গ্রামের চৌধুরীপাড়ার পূর্ব দিকে সীমান্ত পিলার ৩-এস-৮৮৮ এর কয়েক ফুট উত্তর দিকে এই মসজিদটি অবস্থিত। ভারত কতৃক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মান করার পূর্বে ভারত-বাংলাদেশের মুসলমানরা এই মসজিদে একত্রে নামাজ পড়তেন। এখানে এখন কেবল বাংলাদেশী মুসলমানরাই নামাজ আদায় করে থাকেন।
এই মসজিদটিকে সংরক্ষণ ও সংস্কার করা হলে এটিও আমাদের অতীত জাতীয় ইতিহাসের অংশ হয়ে থাকতে পারবে । To see and comment in fb,click here.