বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

30 January, 2017

উত্তরা গণভবন ।

উত্তরা গণভবনের দূর্লভ ছবি দেখার জন্যে  এখানে   ক্লিক করুন।
সৌজন্যে প্রথম আলো ।

06 January, 2017

প্রযুক্তির অগ্রগতির ফলে একসময়ের দ্রুত যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এখন বিলুপ্তির পথে ।


১৯৮৪/৮৫ খ্রীষ্টাব্দ পর্যন্ত আমাদের জরুরী খবর আদান-প্রদানের জন্যে দ্রুত মাধ্যম ছিল টেলিগ্রাম । দূর-দূরান্তে থাকা মানুষ নিকটস্থ ডাকঘর (তার অফিস) এর মাধ্যমে স্বজনদের নিকট চার থেকে ছয় শব্দবিশিষ্ট টেলিগ্রাম বার্তা পাঠাতো, যেমন Father is seriously ill, come. আর এই টেলিগ্রাম বার্তা মানে জরুরী বার্তা হিসাবে বিবেচনা করা হতো। টেলিগ্রাম বার্তাটি নিয়ে যখন সংশ্লিষ্ট ডাকঘরের পিয়ন গ্রাহকের কাছে উপস্থিত হতো তখন গ্রাহকের প্রসন্ন মন বিষন্নতায় ভরে উঠতো । তবে টেলিগ্রামের মাধ্যমে শুধু বিষন্নতার খবরই আসতো না, অন্যান্য খবরও আসতো, যেমন Classes are going on, come. এই খবরগুলো আদান-প্রদান হতো টেলিগ্রাফ ( টরে টক্কা ) যন্ত্রের মাধ্যমে । স্যামুয়েল মোর্সের এই টেলিগ্রাম সাড়া বিশ্বে দ্রুত যোগাযোগের জন্যে ছিল অন্যতম ও প্রধান মাধ্যম। ভারত উপমহাদেশে টেলিগ্রাম চালু হয়েছিল ১৮৫০ খ্রীষ্টব্দে আর প্রথম টেলিগ্রাম বার্তা পাঠানো হয় কলিকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারে ।


 তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে  ১৯৮৪/৮৫ খ্রীষ্টাব্দ পর্যন্ত বাংলাদেশে  টেলিফোনের মাধ্যমে এই চার থেকে ছয় শব্দ বিশিষ্ট টেলিগ্রাম বার্তা আদান-প্রদান হতো ।

তবে এখন আর টেলিগ্রাম বার্তা নেই বললেই চলে।  সবার হাতে হাতে মুঠো ফোন, সামাজিক ওয়েবসাইট বা ইমেইলের দিগন্ত সূচনাকারী আবির্ভাব ও প্রযুক্তির উত্তরোত্তর উন্নয়নের ফলে এই মাধ্যমটি ১৬৩ বছর ধরে সেবাদান করার পরে ভারত থেকে স্থায়ীভাবে বিদায় নিয়েছে ২০১৩ খ্রীষ্টাব্দের ১৫ জুলাই তারিখে । তবে বাংলাদেশে টেলিগ্রাম সেবাটি এখনও পুরোপুরিভাবে  বন্ধ হয়নি । বাংলাদেশ আবহাওয়া দপ্তরই এখন টেলিগ্রামের নিয়মিত গ্রাহক। সব জেলায় আবহাওয়া অফিস না থাকায় আবহাওয়া বার্তা পাঠানো হয় টেলিগ্রামের মাধ্যমে, তবে এগুলো তারা টরে-টক্কা যন্ত্র দিয়ে নয়, পাঠায় ফ্যাক্সের মাধ্যমে ।


বিঃদ্রঃ আপলোডেড টেলিগ্রাম বার্তা দুইটি আমার পারিবারিক সংগ্রহশালা থেকে সংগৃহিত । ব্লগটি লেখার সময়ে আংশিক তথ্য দিয়ে সহায়তা করেছেন জনাব বিনয় চন্দ্র সেন, ভুতপূর্ব পোষ্টমাষ্টার,বাউরা সাব পোষ্ট অফিস, পাটগ্রাম, লালমনিরহাট ।