বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

31 March, 2017

বিশেষগুন সম্পন্ন ব্যক্তি না হলেও শুধু চাঁদা দিয়েই 'বিশিষ্ট' উপাধিটিকে লুফে নেয়া যায় !!




বিশেষগুন সম্পন্ন ব্যক্তিদের পদবী বা পেশার পূর্বে ‘বিশিষ্ট’ শব্দটি প্রয়োগ করার রেওয়াজ অনেকদিন থেকেই চলে আসছে, যেমন বিশিষ্ট অর্থনীতিবিদ  শাহ এ এম এস কিবরিয়া বা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোশাররফ হোসেন মিয়া-- ইত্যাদি ইত্যাদি ।

ইদানিং কারো মধ্যে বিশেষগুন না থাকলেও শুধু চাঁদার বিনিময়ে সে ‘বিশিষ্ট’ শব্দটিকে লুফে নিতে পারে, তাই বিভিন্ন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে শোনা যায়.........আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট খড়ি ব্যবসায়ী অমুক বা বিশিষ্ট দোকানদার অমুক... ইত্যাদি ইত্যাদি ।

হা হা হা ! এটাকেই বলে ঠেঙ্গা দিয়ে নাম চাড়ানোর প্রবনতা ।


Click here to view more comments in my  FACEBOOK PROFILE


 

19 March, 2017

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন বিপ্লবী লীলা নাগ ।

ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম পথিকৃত বিপ্লবী লীলা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী । তাঁর পৈত্রিক বাড়ী ছিল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে । বিস্তারিত জানতে  এখানে ক্লিক করুন ।
সৌজন্যেঃ  দৈনিক ইত্তেফাক

17 March, 2017

ভ্রাম্যমাণ আদালতে অনুতপ্ত এক মাদকসেবী ।

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল (১৬ মার্চ ২০১৭) বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের কাছে নাজমুল ইসলাম (৩১) নামের এক মাদকাসক্ত যুবক অনুতপ্ত হয়েছেন। নিজের অপরাধের জন্য শাস্তি চেয়েছেন নাজমুল। পরে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারের মাধ্যমে আদালতে পাঠানো হয়।
নাজমুল রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
নাজমুলের মা রশিদা বেগম বলেন, তাঁর ছেলে নাজমুল স্থানীয় কিছু বখাটে ছেলের সঙ্গে চলাফেরার কারণে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য একপর্যায়ে পরিবারের লোকজনের ওপর নির্যাতন শুরু করেন।

13 March, 2017

ফেসবুকের কাছে যে সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ কমাতে ফেসবুকের সাহায্য চেয়েছে বাংলাদেশের পুলিশ। বিশেষ করে অ্যাকাউন্ট খোলার সময় যেন ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট প্রদর্শন বাধ্যতামূলক করে, সে বিষয়ে ফেসবুককে প্রস্তাব করেছে পুলিশ।
তিন দিনব্যাপী চিফস অব পুলিশ কনফারেন্সের দ্বিতীয় দিনে আজ ( ১৩ মার্চ ২০১৭)  সোমবার ফেসবুকের সেফটি ম্যানেজার বিক্রম লেংগেহ’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে এ প্রস্তাব জানানো হয়।
ফেসবুকের সঙ্গে আলোচনা শেষে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মনিরুজ্জামান বলেন, সাইবার অপরাধের তদন্তের ক্ষেত্রে ফেসবুক যেন সহায়তা দেয়, এ বিষয়টি বলা হয়েছে। ফেসবুকের অ্যাকাউন্ট করতে গেলে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ওই ব্যক্তিকে পরে শনাক্ত করা যায়—এমন কোনো পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে পুলিশ। এ ছাড়া নারী নির্যাতন ও ধর্মীয় বিষয়ে কোনো প্রচারণা যেন ফেসবুক পুলিশের নজরে আনে, সে জন্য বলা হয়েছে। আর ভাষাগত সমস্যার কারণে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি না বুঝতে পারলে পুলিশ যদি ফেসবুককে জানায়, তারা যেন বিষয়টি বিবেচনায় নেয়। ফেসবুকের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য পুলিশ সদর দপ্তরে একজন কর্মকর্তাকে মুখপাত্র হিসেবে রাখা হবে। যিনি ফেসবুকের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।
মনিরুজ্জামান জানান, জবাবে ফেসবুকের প্রতিনিধি বিক্রম বলেছেন, তাঁদের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে তারা সব রকম সহযোগিতা করবেন। ফেসবুক পরিচালনা বোর্ড আছে, সেই বোর্ডের সঙ্গে তিনি কথা বলে বাংলাদেশ পুলিশকে নিজেদের অবস্থান জানাবেন। 


খবরঃ প্রথম আলো ।

12 March, 2017

হঠাৎ বৃষ্টি-কবিত্ব সৃষ্টি !!



বসন্তের এই হঠাৎ বৃষ্টিতে যারা আদৌ ভিজলো না বা ভেজার মতো ক্ষেত্রও সৃষ্টি হয়নি, তারা না ভিজেও ভেজার নাম করে অনলাইনে রোমাঞ্চ প্রকাশ করে চলছে।

আর জীবন-জীবিকার তাগিদে আমরা যারা ভিজতে বাধ্য হলাম, জ্বর-সর্দি বা সৃষ্ট বিড়ম্বনার কারনে আমরা কথিত এই রোমাঞ্চকতাগুলোকে খুঁজেও পেলাম না ।



Click here to view comments in my facebook profile.

10 March, 2017

কারমাইকেল কলেজের গভর্নিং বডি নির্বাচন/ ১৯৫৯ খ্রীষ্টাব্দ । প্রার্থী হিসাবে শিক্ষিত অভিভাবকদের চমৎকার অংশায়ন ।

অভিভাবক বরাবরে নোটিশ /চিঠি ।
গভর্নিং বডিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্যে ঘোষিত তফশিল, ১৯৫৯ খ্রীঃ ।
বৈধ প্রার্থীদের তালিকা ।



তৎকালীন সময়ে কারমাইকেল কলেজ ( CARMICHEAL COLLEGE, RANGPUR) এ  অধ্যয়নরত ছাত্র লুৎফর রহমান এর পিতা ও অভিভাবক মোজাম্মেল হোসেন, গ্রাম-পুর্ব ফকির পাড়া, পোঃ-বড়খাতা, উপজেলা-হাতীবান্ধা, বর্তমান জেলা-লালমনিরহাট, একজন ভোটার হিসাবে এই নোটিশ/চিঠিগুলো ডাকযোগে হাতে পান ।