শিক্ষাকে বিশ্বমানের মর্যাদা দেয়া থেকে শুরু
করে ইতিবাচক আনন্দকে অন্যের সঙ্গে শেয়ার করা, মূমুর্ষ রোগীকে রক্ত দেয়া, সর্বোপরী
প্রিয়জনদের সাথে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে এই মাধ্যমটি একটা সম্ভাবনাময় অধ্যায়ের
সুচনা করতে পেরেছে ।
কিন্তু কিছু কিছু ব্যক্তির জন্যে ফেসবুকের
মর্যাদা অনেকটাই হুমকির মূখে পড়েছে । মনে যা আসে তাই লিখে যাচ্ছে, একই লেখা বা একই
ছবি বা নিজের ছবিই বারবার পোষ্ট করেই চলছে সেটা ঘটনাবহুল বা তাৎপর্যময় হোক বা না
হোক । আবার কেউ কেউ নিজেকে বিরোহী প্রেমিক হিসাবে আত্মপ্রকাশ করে নিজের মর্যাদাও
খুঁইয়ে দিচ্ছে ।
রুচির এই ক্রমহ্রাসমান প্রান্তিক অবস্থা
অত্যন্ত দূঃখজনক বলে অভিহিত করে বাংলা বানান রীতির অনুসন্ধানীমূলক প্রতিবেদনের
প্রণেতা জনাব আলী আখতার গোলাম কিবরিয়া অভিমত প্রকাশ করেন যে চাকুরী বা বিভিন্ন
প্রতিযোগিতামূলক পরীক্ষায় কতৃপক্ষ যদি প্রার্থীর টাইমলাইন যাচাই করে প্রার্থী-সংশ্লিষ্ট
ধারনা নেয়ার বিধিবদ্ধ প্রথা চালু করে তাহলে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে ।
তরুন প্রজন্মের অন্যতম প্রতিনিধি শুভ্রনীল মিঠুর মতে সচেতনতা সৃষ্টি করে ফেসবুকে সকল অনাসৃষ্টি দূর করা সম্ভব, নইলে
বিবেকবান মানুষ এই অঙ্গন ছেড়ে চলে যেতে বাধ্য হবেন।
click here to view more comments in my facebook profile.
click here to view more comments in my facebook profile.
right sir
ReplyDeleteধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ রইল ।
DeleteRepon Shah
ReplyDelete,,মনোযোগ দিয়ে পোষ্টটি পড়ুন,,,,ফেসবুকে কিছু সেলফি পাগল অাছে, এরা প্রতিদিন একটি করে ছবি অাপলোড করে। এসব সেলফি পাগলাদের নিয়ে একটা গ্রুপ করা দরকার। ওই গ্রুপে ওরাই থাকবে এবং ওদের ছবি ওরাই দেখবে।,,,,,, অার কিছু চাপামাড়া ফেসবুক ব্যবহারকারী অাছে। এরা প্রতিটা পোষ্টে ঢালাও ভাবে চাপা মাড়ে। এদের একটা গ্রুপ করতে হবে, ওদের পোষ্ট ওরাই দেখবে, ওই গ্রুপে ওরাই চাপা মারবে,,,,,,,অার কিছু অাছে, ভাল পোষ্ট, ইসলামি পোষ্ট দেখলে লাইক দিয়ে পালায়। এই পালাটিদের একটা গ্রুপ করতে হবে, ও দের গ্রুপে ওরাই লাইক দিবে অার পালাবে,,,,,,,,কি একটু পেপার পড়তে অাসবেন,,,,পোষ্টের অভাব নাই। পানিতে, নদীতে, বাজারে, রেস্টুডেন্ট এ, ওমুক এ,তমুকে ছবি অাপলোড। এক টা জিনিসে ই বাকি অাছে,,,,,,অাহ, ওমুক জায়গায় দাড়িয়ে প্রসাব করে শান্তি পেলাম,,,,,,,অচিড়ে এটা পোষ্টও মনে হয় অাসছে। বিচক্ষণদের মন্তব্য অাসা করছি।।। কেউ মন খারাপ করিয়েন না। সুত্রঃhttps://mobile.facebook.com/story.php?story_fbid=1958803024403729&id=100008221504363&bacr=1500137645%3A1500137645%3A30%3A1687029655143056397%3A1500139950%3A6443054116766892964&refid=28&_ft_=qid.6443054116766892964%3Amf_story_key.-7637338339751393124%3Atop_level_post_id.1958803024403729#footer_action_list