বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

24 November, 2016

ফিরে দেখা ২০১৪ ও প্রিয় ফেসবুক গ্রুপ PATGRAM 2 VERVERI, খ্যাতির শিখরে উঠুক অনলাইন জগতে ।





বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা হিমালয়ের নিকটবর্তী হওয়ায় শীতকালে এখানে শীতের মাত্রাটি অনেক বৃদ্ধি পায়। একমাত্র আগুন তাপিয়ে শীতকে নিবারন করার প্রয়াস চালানো ছাড়া আর কিছুই করার থাকেনা শীতার্ত গরীব মানুষগুলোর। এই শীতার্ত মানুষগুলোর পাশে দাড়ানোর জন্যে এগিয়ে আসে এখানকার ফেসবুক ভিত্তিক অনলাইন গ্রুপ PATGRAM 2 VERVERI , সদস্যদের অর্থায়নে ক্রয় করা হয় অনেক কম্বল । এই কম্বল তুলে দেয়া হয় প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ( ২০১৪ খ্রী, ১৭ ডিসেম্বর)আমন্ত্রিত হয়ে সেখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল । গ্রুপটির কম্বল বিতরণের এই ঐকান্তিক প্রয়াস যদি অন্যান্য গ্রপ গুলোর মাঝে ছড়িয়ে পড়ে তাহলে স্বার্থক হবে গোটা অনলাইন জগত ।

No comments:

Post a Comment