বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

19 December, 2016

পৌষে এখন আর পিঠা উৎসব হয় না, এখন হয় পিকনিকের নামে শব্দ দূষনের মহরত ।



পৌষ এলে একধরনের চাঞ্চল্য আর আনন্দে ভরে উঠতো বাংলার কৃষককুলের মুখ আর বুক । পাড়ায় পাড়ায় পিঠা তৈরীর ধুম আর নাইওর খেতে আসা মেয়েদের উদ্বেলিত আনন্দে স্বার্থক হয়ে উঠতো গোটা পৌষ মাস। দাড়িয়াবান্দা কিংবা হা-ডু-ডু খেলায় মূখর হতো গ্রামের পতিত জমিগুলো । এখন যুগের হাওয়ায় গ্রাম বাংলায় যে পরিবর্তন সূচিত হয়েছে , তাতে পরিবর্তনের ঢেউয়ে ভেসে গেছে এই ঐতিহ্যগুলো ।
এখন ধানকাটা শেষ হলেও গ্রামগুলোতে আগের আগের মত করে পৌষের পিঠা উৎসব হতে দেখা যায় না । বাপের বাড়ীতে নাইওর খাওয়ার জন্যে মেয়েদের আগমনও তেমন একটা দৃষ্টিতে পড়ে না । তবে এখন ধানকাটা শেষ হলে আরম্ভ হয় গ্রামের দোলা-ডাঙ্গায় পিকনিকের আয়োজন, সন্ধ্যা হলে পিকনিক পার্টির মাইকের বিকট আওয়াজে পরিবেশিত হিন্দি আর ধুম-ধারাক্কা গান সারারাত ধরে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায়। এই নেতিবাচক দিক থেকে রেহাই পায় না রোগী-শিক্ষার্থী-বৃদ্ধ/বৃদ্ধারাও।  শব্দ দূষন রোধে প্রশাসন একটু আন্তরিক হলে আমরা নিস্তার পেতে পারি ।



কিন্তু তাতেও নিস্তার আসবে বলে মনে হয় না । এই ধরনের সংস্কৃতি (!) থেকে বের হয়ে আসার জন্যে পরিবার ও সমাজকে সুচিন্তিত ভাবধারা নিয়ে এগিয়ে আসতে হবে । তাহলে আমরা নিস্তার পেতে পারি ।


No comments:

Post a Comment