বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

26 November, 2016

চলে গেলেন সাম্যবাদের স্বপ্নচারীদের নায়ক ফিদেল কাস্ত্রো। আমরা শোকাহত ।



চলে গেলেন সাম্যবাদের স্বপ্নচারীদের নায়ক ফিদেল কাস্ত্রো। আজ ২৬ নভেম্বর ২০১৬ খ্রী শনিবার ৯০ বছর বয়সে তার জীবনাবসান হয়েছে । কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোকে ছেড়ে দিয়ে অবসরে ছিলেন ফিদেল কাস্ত্রো।। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমাজতান্ত্রিক কিউবা প্রতিষ্ঠাকারী ফিদেল সারাবিশ্বে আন্দোলনকারীদের চোখে ছিলেন বীর । বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী রইল ।

No comments:

Post a Comment