পশ্চিমে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক ভাবে নিয়মিত খনন কার্য শুরু হয় ২০০০ খ্রীষ্টাব্দ থেকে ।
প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্মস্থলে
আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি.
আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর। দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে। এ ছাড়াও
দুর্গের চারদিকের রয়েছে পরিখা
(যদিও কালের ব্যবধানে তাতে মাটি ভরাট হয়েছে)। ভরাট হলেও পূর্ব প্রান্তের পরিখার চিহ্ন এখনো দৃশ্যমান। দুর্গের
পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব
দিকে প্রায় ৫.৮ কি. মি. দীর্ঘ, ২০ মি. প্রশস্ত ও ১০ মি. উঁচু অসম রাজার গড় নামে একটি মাটির বাঁধ রয়েছে।
সম্ভবত এটি দ্বিতীয় দুর্গ প্রাচীর
হিসেবে উয়ারী দুর্গনগরের প্রতিরক্ষার কাজ করত।
এতদিন ধারনা করা হতো প্রাচীন বাংলার সভ্যতা গ্রাম-কেন্দ্রিক ছিল কিন্তু উয়ারী-বটেশ্বরের ধ্বংসাবশেষ থেকে গবেষকরা নিশ্চিত
হয়েছেন যে প্রাচীন বাংলায় নগর-কেন্দ্রিক সভ্যতাও গড়ে উঠেছিল।
No comments:
Post a Comment