বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

21 November, 2016

পেনশনের টাকায় নাসির স্যারের শিশুপার্ক ।



গড়াই বিধৌত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে পেনশনের টাকা দিয়ে নিজ বাড়ীর আঙিনায় শিশুদের জন্যে শিশুপার্ক প্রতিষ্ঠা করেছেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নাসির উদ্দিন, স্থানীয়ভাবে যিনি নাসির স্যার নামে  পরিচিত ।
২০০৭ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদ থেকে অবসর নেয়ার পরে জীবনের পুরোটা সময় তিনি ব্যয় করেছেন তাঁর লালিত স্বপ্ন শিশুপার্ক টিকে প্রতিষ্ঠা করার জন্যে । যেখানে বিনা পয়সায় নির্মল আনন্দের স্বাদ গ্রহন করে পল্লীর শিশুরা ।

নাসির স্যার মিনি শিশুপার্কের পাশাপাশি বাড়ীতে একটি লাইব্রেরীও প্রতিষ্ঠা করেছেন । সব বয়সী পাঠকের জন্যে এখানে প্রচুর বই আছে ।

শিশুদের বিনোদনের জন্যে আঙিনায় গড়ে তোলেন বাগান। বাগানটিতে ১৭০ প্রজাতির গাছ আছে । প্রতিটি গাছে লেমনেটিং করে নাম লেখা আছে, যাতে শিশুরা সহজে চিনতে পারে ।

দেশের প্রতিটি গ্রামে যদি একজন করে নাসির স্যারের জন্ম হতো তাহলে অন্ধকারে নিমজ্জিত গ্রামগুলো ফিরে পেত হারানো ঐতিহ্য। 

No comments:

Post a Comment