বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

18 November, 2016

হযরত আদম (আঃ) এর নামে ADAM PEAK বা আদম পাহাড় ।



শ্রীলঙ্কার এই পাহাড়ের নাম  আদম পাহাড় ।  এটি শ্রীপাড়া প্রদেশে অবস্থিত । এই পাহাড়ের চুড়ায় আছে ৫ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ ও ২ ফুট ৬ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি পায়ের ছাপ। পৃথিবীর আদি মানব  হজরত আদম (আঃ) প্রথম শ্রীলঙ্কায় পদার্পন করেছিলেন তাই শ্রীলঙ্কার মুসলমান ও খ্রীষ্টানদের মতে এটি হজরত আদম (আঃ) এঁরই পায়ের ছাপ । এ জন্যে এর নাম আদম পিক বা আদমের পাহাড় । হিন্দুরা মনে করে এটি তাদের দেবতা শিবের পদচিহ্ন আর বৌদ্ধ ধর্মালম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের ।   


৮৫১ সালে এই পদচিহ্ন প্রথম দেখতে পান আরবের  সোলাইমান। রত্নপুরা হয়ে পবিত্র এ পাহাড়ে আরোহন করেছিলেন আরব দার্শনিক ও পরিব্রাজক ইবনে বতুতা ।

No comments:

Post a Comment