বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

10 November, 2016

ফেসবুকে রুচিশীল মানুষের অবস্থান দিন দিন ক্ষয়িষ্ণু হওয়ার পথে ।




অবাধ স্বাধীনতার কুফল কি তা ফেসবুকে না এলে বুঝা যায় না, ফেসবুকে  একশ্রেনীর ব্যবহারকারী  অন্যের পছন্দ-অপছন্দকে তোয়াক্কা না নিজের ইচ্ছামত  ভিত্তিহীন ষ্টাটাস বা শালীনতা বর্জিত ছবি আপলোড করে চলছে । যার ফলে ফেসবুকে রুচিশীল ব্যক্তিদের অবস্থানটা দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে ।

এমন সব কর্মকান্ডের উপরে হস্তক্ষেপ চালানোর জন্যে সরকার কতৃক গঠিত একটা সেন্সরবোর্ডের আশু প্রয়োজন সময়ের দাবীতে পরিনত হয়েছে ।

No comments:

Post a Comment