বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

21 February, 2017

বাংলাদেশের জাতীয় পতাকার ব্যবহার বিধি ।

বাংলাদেশের জাতীয় পতাকার ব্যবহার বিধি
জানার জন্যে এখানে ক্লিক  করুন ।
সৌজন্যেঃ প্রথম আলো ।

2 comments:

  1. মোটর গাড়ী, নৌযান এবং উড়োজাহাজব্যতীত অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র সূর্যোদয় হইতে সূর্যাস্থ পর্যন্ত ‘পতাকা’ উত্তোলিত থাকিবে, তবে শর্ত থাকে যে, বিশেষ কারণে ভবনসমূহে রাত্রে ‘পতাকা’ উত্তোলিত রাখা যাইতে পারে, যেমন- সংসদের রাত্রের অধিবেশন চলাকালীনঅথবা রাষ্ট্রপতি, অথবা মন্ত্রীগণের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন সময়।

    ReplyDelete
  2. যেকোন উদ্দেশ্যে বাংলাদেশের ‘পতাকা’ কোনো ট্রেড মার্ক, ডিজাইন, শিরোনাম অথবা কোনো প্যাটেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না।

    ReplyDelete