বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

13 November, 2016

নির্মান শ্রমিক থেকে কবি হলেন বাংলাদেশী তরুণ মোঃ মুকুল হোসেন ।




প্রচন্ড হাঁড়ভাঙ্গা পরিশ্রমের মাঝেও নিজের উদ্যোমী মনোভাব ও নিরবিচ্ছিন্ন অধ্যাবসায়ের গুনে কবিস্বত্তা অর্জন করতে পেরেছেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশের তরুন মোঃ মুকুল হোসেন । সাদা কাগজ না পেয়ে সিমেন্টের বস্তাতেই লিখতেন তাঁর কবিতা ।কয়েক মাস আগে সিঙ্গাপুরে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ ‘মি মাইগ্রান্ট’ । সিঙ্গাপুর ছাড়াও আরও কয়েকটি দেশের গনমাধ্যমে তিনি আলোচনার শিরোমনি হয়ে উঠেন ।

উল্লেখ্য মোঃ মুকুল হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামে ১৯৮৯ খ্রীষ্টাব্দে জন্মগ্রহন করেন । পাটগ্রামের জসমুদ্দিন কাজী আব্দুল গনি সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি জীবন-জীবিকার তাগিদে ২০০৮খ্রীষ্টাব্দে সিঙ্গাপুরে পাড়ি জমান । মি মাইগ্রান্ট প্রকাশের আগে বাংলাদেশে তাঁর দুটি বই প্রকাশিত হয়, ‘দূঃখের সীমানায় সুখ’ নামে একটি উপন্যাস ও অন্যটি ‘অপূর্ণ বাসনা’ নামে একটি কবিতার বই।

আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি ।

No comments:

Post a Comment