বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

12 March, 2017

হঠাৎ বৃষ্টি-কবিত্ব সৃষ্টি !!



বসন্তের এই হঠাৎ বৃষ্টিতে যারা আদৌ ভিজলো না বা ভেজার মতো ক্ষেত্রও সৃষ্টি হয়নি, তারা না ভিজেও ভেজার নাম করে অনলাইনে রোমাঞ্চ প্রকাশ করে চলছে।

আর জীবন-জীবিকার তাগিদে আমরা যারা ভিজতে বাধ্য হলাম, জ্বর-সর্দি বা সৃষ্ট বিড়ম্বনার কারনে আমরা কথিত এই রোমাঞ্চকতাগুলোকে খুঁজেও পেলাম না ।



Click here to view comments in my facebook profile.

3 comments:

  1. আপনার ব্লগ ঘু‌রে দেখলাম, অ‌নেক ভাল লাগ‌লো। আপনার সৃজনশীল চিন্তা চেতনা, রু‌চিশীল লিখনীগু‌লো এভা‌বে সক‌লের মা‌ঝে শেয়ার করার জন্য আপনা‌কে ধন্যবাদ ও অ‌ভিনন্দন জানাই। আপনার ব্লগ‌টি সক‌লের কা‌ছে পৌ‌ছে যা‌বে, দারুনভা‌বে সমাদৃত উপকৃত পাঠক‌দের কা‌ছে।

    ReplyDelete
  2. আপনার ব্লগ ঘু‌রে দেখলাম, অ‌নেক ভাল লাগ‌লো। আপনার সৃজনশীল চিন্তা চেতনা, রু‌চিশীল লিখনীগু‌লো এভা‌বে সক‌লের মা‌ঝে শেয়ার করার জন্য আপনা‌কে ধন্যবাদ ও অ‌ভিনন্দন জানাই। আপনার ব্লগ‌টি সক‌লের কা‌ছে পৌ‌ছে যা‌বে, দারুনভা‌বে সমাদৃত উপকৃত পাঠক‌দের কা‌ছে।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ রইল । আমার ব্লগে মাঝে মাঝে visit করলে কৃতার্থ হবো।

      Delete