বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

08 November, 2016

সেই বটগাছটি এখন জুয়াড়ীদের দখলে ।


শৈশবে আমার অনেক মধুর সময় কেটেছে এই বিশাল বটগাছটির ছায়াতলে । অবসর পেলে গ্রামের মুরুবীরাও আড্ডা দিত এই গাছটির নীচে বসে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের হিন্দুপাড়া মালিটারীর কয়েক গজ দক্ষিন দিকে অবস্থিত শতাধিক বছর বয়সী এই গাছটির নীচে বসে গল্পগুজব করার মত কোনো ভদ্রলোক এখন আর আসতে চায় না । কারন বটগাছটির সুশীতল ছায়ার পুরোটাই এখন জুয়ারীদের দখলে ।


No comments:

Post a Comment