লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা
বাজারটি সানিয়াজান নদীর তীরে অবস্থিত হওয়ায় সুদুর অতীতে নদীপথে বিভিন্ন অঞ্চলের
সাথে বাউরা বাজারের একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠে । ফলে বিভিন্ন অঞ্চল
থেকে বড় বড় ব্যবসায়ী ও পাইকারদের আনাগোনায় মুখরিত থাকতো এই বাউরা বাজার । পাট ও
তামাক ক্রয়-বিক্রয়ের স্থান হিসাবে এই বাজারটি প্রসিদ্ধি পেয়েছিল। বিশেষ করে দেশ
বিভাগের পূর্বে অর্থাৎ ব্রিটিশ আমলে সীমান্তের ওপার থেকে মারোয়ারী ব্যবসায়ীদের
আগমনের ফলে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে বাউরা বাজারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটতে থাকে
।


বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইল
ব্যাংকিং, ইমেইল, সামাজিক ওয়েবসাইট ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা
গ্রাম পর্যন্ত পৌঁছানোর ফলে মানুষ এখন ডাকঘরের উপরে খুব একটা নির্ভরশীল নয় । তাই
গ্রামীন জনপদের অন্যান্য ডাকঘরের ন্যায় বাউরা সাব পোস্ট অফিসটিও দিনদিন ঝিমিয়ে
পড়ছে ।
পুনশ্চঃ উপরের ছবিতে বাউরা সাব পোস্ট
অফিসটির বর্তমান ভবনের বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকা বৃটিশ আমলের আংশিক হলুদ রঙের
ভবনটি ছিল বাউরা সাব পোস্ট অফিসের মুল ভবন।
নীচের ছবিতে সঞ্চয় ব্যাংকিংয়ের একটি পাসবহি।
একাউন্ট হোল্ডারের নাম আজগার আলী আহমেদ। তিনি আমার আপন জ্যাঠা। তিনি ১৯৩২
খ্রিষ্টাব্দে এই একাউন্টটি বাউরা সাব পোস্ট অফিসে খুলেছিলেন।
শাহজাহান হোসেন (লিপু)
No comments:
Post a Comment