বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

04 May, 2018

রংপুরীয়া ভাষায় ' রংপুর ' শব্দটির উচ্চারণ ও বানান কি হবে ?


রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা এই আমন্ত্রনপত্রটিতে দু'টো বানান নিয়ে সংশয় প্রকাশ করছি ।
আমার ধারনা রংপুরীয়া ভাষায় 'রংপুর' বানানটি হবে 'অম্‌পুর বা অম্পুর' আর 'কথাবার্তা' বানানটি হবে 'কথাবাত্তা' । বানান দু'টো নিয়ে সবার মন্তব্য কামনা করছি ।


To read/view more comments in facebook, click here>‎বানানবন্ধুর শুদ্ধ চর্চা।

2 comments:

  1. স্যার আমরা রংপুরের মানুষরা
    অম্পুর বা অংপুর ও বলি।
    কুড়িগ্রাম,দিনাজপুর আপনার লালমনিতেও বর্তমানে আঞ্চলিক ভাষায় কিন্তু অংপুরেই বলে।
    গাইবান্ধায় কিছু কিছু জায়গায় অম্পুর বলে শুনেছি।


    কথা না বলে কতা বলি
    যার ফলে আঞ্চলিকতার টানে কতাবাত্তা হয়ে যায়।।

    #ধন্যবাদ

    ReplyDelete
  2. বাস্তবতার নিরিখে কমেন্ট করার জন্যে ধন্যবাদ।

    ReplyDelete