পৃথিবীর বার্ষিক গতি ৩৬৫ দিন ৬ ঘন্টা ২৪
মিনিট হওয়ায় পুরো বছরকে ৩৬৫ দিন ধরলেও সমস্যা সৃষ্টি হয় ঐ অতিরিক্ত ৬ ঘন্টা ২৪
মিনিটকে নিয়ে। ফলে ঐ ৬ ঘন্টা ২৪ মিনিট গুলোকে একত্রে যোগ করে প্রতি চার বছর পর পর
১টি করে দিন বেশি ধরা হয়।
এই অতিরিক্ত দিনটি যে বছরে যোগ করা হবে সেই
বছরটিকে বলা হবে ‘লিপ ইয়ার’। দুই রোমান সম্রাট কতৃক ২ দিন কেটে নেয়ার ফলে
ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা কমে হয়েছিল ২৮ দিন। ফলে অতিরিক্ত দিনটিকে যোগ করা হলো
ফেব্রুয়ারী মাসের সঙ্গে । সেজন্যে প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হয়
।
বিঃদ্রঃ (১) কুইন্টিলিস(Quintilies) মাস, পরে এই
মাসটিকে জুলিয়াস সিজারের নামানুসারে ‘জুলাই’ নামে চিহ্নিত করা হয়, (২)
সেক্সটিলিয়েস ( sextilies) মাস, পরে সম্রাট অগাষ্টের নামে ‘আগষ্ট’ নামে চিহ্নিত করা হয় ।
No comments:
Post a Comment