অতীতের সকল স্বকীয়তা ও ঐতিহ্যকে ম্লান করে
দিয়ে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র নদের একসময়কার আশীর্বাদপুষ্ট নদী-বন্দর চিলমারী ।
দেশের ভিতরের ও বাইরের বিভিন্ন স্থান থেকে বড় বড় জাহাজ বা নৌযানের সাহায্যে পাটের
আমদানী-রপ্তানী কার্যক্রম চালানোর জন্যে কুড়িগ্রাম জেলার এই নদী-বন্দরটি একসময়ে
অনন্য হয়ে উঠেছিল ।
বাংলাদেশে চিলমারীর অবস্থান । |
প্লাষ্টিকের বা পলিথিনের এই যুগে পাটের
চাহিদা ও কদর কমে যাওয়ায়, অপরদিকে খরাকালে ব্রহ্মপুত্রের পানি শুকিয়ে যাওয়ায় এবং
বর্ষাকালে ব্রহ্মপুত্রের অব্যহত ভাঙ্গনের ফলে চিলমারী যেমন অতীত ঐতিহ্যকে হারিয়েছে,
তেমনি পানি গর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ জনপদ । নদীর গর্ভে বাড়ীঘর হারিয়ে সহায়
সম্বলহীন হয়ে এখানকার অনেক মানুষ এখন
জীবন-জীবিকার সন্ধানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন স্থানে । আসবাব পত্র শিল্পের
জন্যে প্রসিদ্ধ এখানকার অনেক কাঠ-মিস্ত্রী বাস করছেন লালমনিরহাট জেলার বড়খাতা
অঞ্চলে । তাঁদের হাতের নিপুন শৈলীতে তৈরী আসবাবপত্র গুলো যেন একটি ঘরের সৌন্দর্যকে
কয়েকগুন বাড়িয়ে দেয় । ব্রহ্মপুত্রের আগ্রাসনের ফলে বিতাড়িত হওয়া এই মানুষগুলো একটু
সুযোগ পেলেই আলাপচারিতায় চিলমারীর অতীত ঐতিহ্যকে স্মরনে আনে ।
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন |
দেশ-বিভাগের কয়েক বছর পরে আমন্ত্রিত হয়ে
আব্বাস উদ্দিন চিলমারীতে এলে সেখানে হাজার
হাজার দর্শক-শ্রোতার সামনে তিনি গেয়ে উঠেন ‘ ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ী তুই
চিলমারীর বন্দর রে ‘। আর এই গানটির ফলে এপার বাংলা-ওপার বাংলার মানুষের কাছে
চিলমারী গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হতে থাকে ।
তখন এদেশে আকাশ সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেনি ।
সঙ্গীতে তখন ছিল না কৃত্রিমতার ছোঁয়া । আব্বাস উদ্দিন , আব্দুল আলীম , মোস্তফা জামান
আব্বাসী, হরলাল রায়, রথীন্দ্রনাথ রায়, ফেরদৌসী রহমান প্রমূখের কন্ঠে পরিবেশিত
গানগুলোতে মাটির গন্ধ খুঁজে পাওয়া যেত । ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ী তুই
চিলমারীর বন্দর রে ’ এই গানটি গেয়ে আব্বাস উদ্দিন আহমদ এই চিলমারীকে মা-মাটির
বাংলাদেশে এক অমীয় সুরধারা হিসাবে স্বার্থকতা দান করেছেন ।
পাট শিল্প উহার হৃত গৌরব ফেরত পাক, পাউবো
দ্বারা শাসিত হোক ব্রহ্মপুত্র নদ, অতীত
ঐতিহ্য ফিরে পেয়ে এগিয়ে যাক চিলমারী বন্দর ঠিক আগের মতই । আর এটিই আমাদের কামনা ।
পোষ্টটি লেখার স্থান ও তারিখ-
পুর্ব ফকির পাড়া, পোঃ বড়খাতা,
হাতীবান্ধা, লালমনিরহাট।
২১-০৪-২০১৭ খ্রীষ্টাব্দ।
No comments:
Post a Comment