বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

13 April, 2017

বাংলাদেশের বহুল আলোচিত নদী তিস্তার গতিপথ ।

তিস্তা নদী ভারতের হিমালয় অঞ্চল সিকিম থেকে উৎপত্তি হয়ে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা হয়ে পশ্চিমবঙ্গের ডুয়ারের সমভুমি দিয়ে  বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের কোলঘেষে প্রবাহিত হয়ে নীলফামারী জেলার  ডিমলা উপজেলার ছাতনাই নামক স্থানে প্রবেশ করেছে । ছাতনাই থেকে এই নদী নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাট জেলার  হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর; রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের রাজারহাট, গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের উলিপুর হয়ে চিলমারীতে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিশে গেছে। ডিমলা থেকে চিলমারী পর্যন্ত এই নদী ১২৫ বর্গ কিলোমিটার লম্বা ।.

No comments:

Post a Comment