আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১২ ০০:০০
আকাশসীমা লঙ্ঘন ।
সকাল সাড়ে ১০টা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার মানুষ প্রতিদিনের মতো নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ মানুষের কানে বেজে ওঠে বিকট শব্দ, যে শব্দ কোনো দিনই তারা শোনেনি। আতঙ্কিত হয়ে কাজ ফেলে ছোটাছুটি শুরু করে তারা। একসময় আবিষ্কার করে, কালো ধোঁয়া ছড়িয়ে আকাশে উড়ছে একটি বিমান। বিমানটি যতই কাছাকাছি আসছে, শব্দ ততই বাড়ছে। এভাবে কিছুক্ষণ আকাশে উড়ে আবার ফিরে যায় বিমানটি। গতকাল বুধবার সকালে তিস্তা ব্যারাজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্র জানায়, গতকাল সকালে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আকাশসীমা লঙ্ঘন করে বিকট শব্দে একটি বিমান বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এটি 'মিগ-২৮' ধরনের কোনো জঙ্গি বিমান বলে স্থানীয় লোকজন দাবি করছে। তবে অল্প সময় আকাশে অবস্থান করায় বিমানটি কোন ধরনের, তা নিশ্চিত করে বলতে পারেনি প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় লোকজন জানায়, জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের পশ্চিমে ঠ্যাংঝাড়া সীমান্তের আকাশসীমা অতিক্রম করে গতকাল সকালে বিমানটি সোজা সীমান্তের পূর্বে থাকা দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পর্যন্ত গিয়ে সেখানে একবার চক্কর দিয়ে আবার বাঁ দিকে ঘুরে বড়খাতা বাজার পেরিয়ে দোলাপাড়া সীমান্তের ওপর দিয়ে পুনরায় ভারতে ফিরে যায়। তারা জানায়, বিমানটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অন্তত আট কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। ঘটনাটি স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে গণমাধ্যমের কাছে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। মিলন বাজার হাই স্কুলের শিক্ষক শাহজাহান হোসেন লিপু জানান, হঠাৎ করে বিকট শব্দ পেয়ে তিনি আকাশে তাকাতেই একটি বিমান উড়ে যেতে দেখেন। বিমানটি ভারত থেকে এসেছে বলে জানান ওই শিক্ষক। একই কথা জানান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম। বড়খাতা এলাকার দোলাপাড়া গ্রামের রবিউল সাংবাদিকদের বলেন, বিমানটি ভূমি থেকে অনেকটা কম দূরত্বেই বাংলাদেশের আকাশে উড়ে বেড়ায়। এটি তিস্তা ব্যারাজের ওপর চক্কর দিয়ে চলে যায় বলে জানান তিনি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে তিনি একটি ভারতীয় বিমান উড়ে যাওয়ার খবর পেয়েছেন। তবে তা আকাশসীমা লঙ্ঘন করেছে কি না, তা স্পষ্ট নয় বলে দাবি করেন তিনি। লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এদিকে ভারতীয় বিমান আকাশসীমা লঙ্ঘন করে মহড়া দেওয়ার খবরে গোটা এলাকায় তোলপাড় শুরু হয়েছে। দিনভর উপজেলার সর্বত্র এ নিয়ে চলে ব্যাপক জল্পনা-কল্পনা। এ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
No comments:
Post a Comment