‘ভাইয়া’ সম্বোধনটি অতীব মধুর । আমাদের চিরায়ত পারিবারিক সংস্কৃতি অনুযায়ী অনুজরা তাদের
অগ্রজদেরকে এমন সম্বোধন করে
থাকে যা একটি পরিবারের বন্ধনকে আর দৃঢ় করে থাকে । কিন্তু আধুনিক প্রজন্মের কিছু
কিছু রাজনীতিক এই মধুর সম্বোধনটিকে কলুষিত করে ফেলেছে । অধীনস্ত কর্মীরা যদি কথিত ঐ সমস্ত নেতাদেরকে ‘ভাইয়া’ সম্বোধন না করে
তাহলে অধীনস্ত কর্মীরা যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় । আর আবেগ তাড়িত হয়েই হোক বা
চামচামি করার জন্যেই হোক কর্মীরাও ক্ষমতাধর নেতাটিকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করতে স্বাচ্ছন্দ্যবোধ করে । আর ভাইয়ার ক্ষমতার আঁচড়ও
লাগে ঐ কর্মীদের গায়ে । ভাইয়ার ক্ষমতার দাপটে চলা কর্মীরা বেশীরভাগ ক্ষেত্রেই বেপরোয়া হয়ে উঠে । হেন কোনো
অপরাধ নেই যা করতে কর্মীরা দ্বিধা করে । আর এভাবেই সাধারন মানুষের ঐ সন্তানেরা অন্ধকার পথে পা বাড়িয়ে তাদের উজ্জল
ভবিষ্যতটাকে বাধাগ্রস্ত করে তোলে ।
শাহজাহান হোসেন লিপু
০২-০৫-২০১৭ খ্রীষ্টাব্দ।
শাহজাহান হোসেন লিপু
০২-০৫-২০১৭ খ্রীষ্টাব্দ।
No comments:
Post a Comment