মন্ত্রিপরিষদের
সাম্প্রতিক এক বৈঠকে রাজতন্ত্রের
অর্থবছরের (জানুয়ারি-ডিসেম্বর) সঙ্গে মিল রেখে
বেতন-ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত হয় বলে সোমবার এক
প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
এতে বলা হয়, সব
কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন-ভাতা ও বোনাস পরিশোধে গত বুধবার মন্ত্রিসভার এক বৈঠক
থেকে হিজরি বর্ষপঞ্জি
থেকে সৌরপঞ্জিকায় সরে যাওয়ার এই সিদ্ধান্তটি চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
সরকারি কর্মীদের বেতন হিজরি বর্ষপঞ্জি ধরে
হলেও বেসরকারি কোম্পানিগুলো খ্রিস্টীয় বর্ষপঞ্জি অনুযায়ী বেতন-ভাতা দেয়। দুই ক্ষেত্রে সমরূপতা
আনাও এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেখানো হচ্ছে।
বিশ্ব বাজারে জ্বালানির দাম পড়ে যাওয়ায় কয়েক
বছর ধরে ধুকছে তেলনির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবের অর্থনীতি। এ কারণে বিভিন্ন খাতে
সরকারি ব্যয় কাট-ছাঁট হচ্ছে।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালুর এই সিদ্ধান্তের
পেছনেও সরকারের ব্যয় সঙ্কোচনের নীতিকে কারণ মনে করছেন কেউ কেউ।
চান্দ্র বছর হিজরি সৌর পঞ্জিকার চেয়ে ১১ দিন
কম বলে সৌদি আরবের সরকারি কর্মীরা এখন আগের তুলনায় ১১ দিন বেশি কাজ করলেও বেতন
আগেরটিই পাবেন।
বছরে ১১ দিনের বেতন হারানোর বিষয়ে সরকারি
অনেক কর্মচারীর মধ্যে অখুশি ভাব দেখা দিয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা
হয়েছে। সূত্রঃ bdnews24.com তারিখ ০৪-১০-১৬খ্রীঃ।
No comments:
Post a Comment