বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

06 August, 2017

স্থানীয় জনপ্রতিনিধিদের চিন্তা চেতনায় সবার উপরে গরু-ছাগলই সত্য !

সবার উপরে যে গরু-ছাগল সত্য, তা স্থানীয় জনপ্রতিনিধিদের নীরবতা থেকে সহজে উপলব্ধি করা সম্ভব ! মফস্বল এলাকায় গরু-ছাগল পালনকারী অধিকাংশ
ব্যক্তি রাস্তার ঠিক মাঝখানে খাদ্য হিসাবে খড়-ঘাস বিছিয়ে দিয়ে তাতে তাদের গরু-ছাগলগুলো বেঁধে রাখে । মানুষ ও যান চলাচলের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতার কারনে
যে কোনো মুহূর্তে এই স্থানগুলোতে  দূর্ঘটনাও ঘটে যেতে পারে । আর দূর্ঘটনা ঘটে গেলে রেহাই নেই, উল্‌টো পথিক বা যান চালকদেরকেই জরিমানার টাকা গুনতে হয় বা হবে ।
ঐ গরু-ছাগল পালনকারী ব্যক্তিরাও ভোটার, ভোটের রাজনীতিতে তাদেরও কদর আছে ।রাস্তার মাঝখানে গরু-ছাগল চড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় জনপ্রতিনিধিরা হয়তোবা তাদের আখের নষ্ট করতে চান না ।
To view more comments , clike in my FACEBOOK PROFILE

No comments:

Post a Comment