বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

31 March, 2017

বিশেষগুন সম্পন্ন ব্যক্তি না হলেও শুধু চাঁদা দিয়েই 'বিশিষ্ট' উপাধিটিকে লুফে নেয়া যায় !!




বিশেষগুন সম্পন্ন ব্যক্তিদের পদবী বা পেশার পূর্বে ‘বিশিষ্ট’ শব্দটি প্রয়োগ করার রেওয়াজ অনেকদিন থেকেই চলে আসছে, যেমন বিশিষ্ট অর্থনীতিবিদ  শাহ এ এম এস কিবরিয়া বা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোশাররফ হোসেন মিয়া-- ইত্যাদি ইত্যাদি ।

ইদানিং কারো মধ্যে বিশেষগুন না থাকলেও শুধু চাঁদার বিনিময়ে সে ‘বিশিষ্ট’ শব্দটিকে লুফে নিতে পারে, তাই বিভিন্ন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে শোনা যায়.........আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট খড়ি ব্যবসায়ী অমুক বা বিশিষ্ট দোকানদার অমুক... ইত্যাদি ইত্যাদি ।

হা হা হা ! এটাকেই বলে ঠেঙ্গা দিয়ে নাম চাড়ানোর প্রবনতা ।


Click here to view more comments in my  FACEBOOK PROFILE


 

No comments:

Post a Comment